বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী হাইওয়ে থানা পুলিমের উদোগে যানবাহনের যাত্রী পথচারি ও চালকদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরন করা হয়। সোমবার দুপুরে কাটাখালী বাদল চত্বরে খুলনা-মাওয়া, মংলা ও বরিশাল সড়কে চলাচল রত যানবাহনে যাত্রীদের মাঝে মস্ক বিতরন করেন কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ।
এসময় কাটাখালীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলি হোসেন বলেন, প্রাথমিক ভাবে যানবাহনের চালকদের সতর্ক করা হচ্ছে। পরবর্তীতে মাস্ক বিহিন যানবাহনে চালক ও যাত্রিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিরেন বিভিন্ন শ্রেনি বেশার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গী।