বগুড়ার কাহালু উপজেলায় পুকুর খনন করার সময় সোমবার (২২ মার্চ) ৮৬ কেজি ওজনের কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার করেছে কাহালু থানা পুলিশ।
উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম নামক গ্রামের একটি পুকুর খনন করতে গিয়ে ভেকু মেশিনের সাথেই ওঠে আছে শত বছরেরও আগের অক্ষত মূর্তি।
এ বিষয়ে বগুড়ার কাহালু থানার (ওসি) আমবার হোসেন জানান, মূর্তিটির ওজন ৮৬ কেজি। পুকুর খনন করার সময় ওই মূর্তির সন্ধান মেলে। মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।