সুনামগঞ্জে আপন শালিকাকে অপহরণ করে ধর্ষনের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। অভিযোক্ত দুলাভাইয়ের নাম- সোলেমান আহমদ (৩২)। সে জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ডিগারকুল গ্রামের আবু শামার ছেলে।
গতকাল রবিবার (২১শে মার্চ) সন্ধ্যায় আদালতের মাধ্যমে দুলাভাই সোলেমানকে কারাঘারে পাঠিয়েছে পুলিশ। সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিশ^নাথ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে সোলেমানকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- প্রায় ৩ বছর আগে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের মৃত আব্দুল হামিদের মেয়ে তাহমিনা বেগমের সাথে পারিবারিক ভাবে অনুষ্ঠান করে বিয়ে হয় সোলেমান আহমদের। বিয়ের পর থেকে শশুর বাড়িতেই অবস্থান করতো সোলেমান। এমতাবস্থায় গত ১২ই জানুয়ারী বেড়ানোর কথা বলে অপ্রাপ্ত বয়স্ক শালিকাকে নিয়ে পালিয়ে যায় দুলাভাই সোলেমান।
এঘটনার প্রেক্ষিতে স্ত্রী তাহমিনা বেগম বাদী হয়ে তার লম্পট স্বামীর বিরুদ্ধে গত ৩ মার্চ ছাতক থানায় একটি লিখিত অভিযোগ করেন। দীর্ঘদিন শালিকাকে নিয়ে পালিয়ে থাকার পর গতকাল রবিবার সকালে বিশ^নাথ থেকে সোলেমান আহমদকে গ্রেফতার করে পুলিশ।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার এসআই আতিকুল আলম সাংবাদিকদের বলেন- সোলেমানের স্ত্রী তাহমিনা বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে ছোট বোনকে অপহরণ ও ধর্ষনের মামলা দায়ের করেছেন। আমরা ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আর সোলেমানকে আদালতে মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।