সখি গো আমার মন ভালা না, চেঙ্গরা বন্ধুয়া, নয়া বাড়ি, আমি সাজাবো তোমারে, এই গানগুলো আরটিভি ও ইউটিউব চ্যানেল আরটিভি মিউজিক হয়ে মানুষের মুখে মুখে ঘুরছে গ্রাম থেকে গ্রামান্তর। আরটিভি’র পর্দায় ও ইউটিউবে ফোক স্টেশনের প্রচার শুরু হয় ২০১৯ সালের আগস্ট থেকে। তারপর থেকে অদ্যাবধি প্রতি শনিবার রাত ১১:২৫মিনিটে প্রচার হয়ে আসছে।
আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের পরিকল্পনায় অনুষ্ঠানটি শুরু করেন প্রযোজক নূর হোসেন হীরা। সৈয়দ আশিক রহমান বলেন- বাংলা ভাষার শেকড়ের টান আছে ফোক গানে। তাই ফোক গানগুলোকে নতুন ভাবে দর্শকদের কাছে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের লক্ষ্য।
যেসব গান প্রায় হারিয়ে যেতে বসে ছিল সেগুলোতে এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকরা গানগুলোতে গ্রহণ করেছে বলেই আমরা সফল হয়েছি।
শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গের দর্শকরাও আমাদের এ অনুষ্ঠানটিকে ব্যাপক ভাবে গ্রহণ করেছে। ভবিষ্যতেও দর্শকদের জন্য আরো চমক থাকছে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে গান করেছেন দেশী-বিদেশী প্রায় অর্ধশত শিল্পী। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় আছে আবুল খায়ের গ্রুপ।