মাগুরা পৌর এলাকার তিন নং ওয়ার্ডের ঘোড়ামারা পারফেক্ট এ্যাডুকেশনাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুইতলা ভিত বিশিষ্ট মীর তৈয়ব হোসেন মিলনায়তন এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাগুরা জেলা পরিষদের সাবেক প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, মাগুনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম।
বক্তব্য রাখেন চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান স্বপন, ইউ পি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর লিয়াকত হোসেন প্রমুখ। সংসদ সদস্য বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক বরাদ্দের ঘোষনা দিয়ে এলাকার মানুষকে দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।