ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ ঝিনাইদহ সদর উপজেলা ও জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক হিন্দু ধর্মালম্বীদের মন্দির, বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারী দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, জেলা পরিষদের সদস্য পাপিয়া সমার্দ্দার, এ্যাড. সুবি কুমার সমার্দ্দার, বাবু সাধন সরকার, সুশান্ত সরকার প্রমুখ।