রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার শতবর্ষী পাঁচ ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে ।
২৪ মার্চ বুধবার সকালে শতবর্ষী ব্যক্তিদের বাড়ীতে গিয়ে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এ সম্মাননা প্রদান করেন।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান থানার ওসি তারিকুজ্জামান ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য উপস্থিত ছিলেন। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন নারুয়া ইউনিয়নের আফসার বিশ্বাস ও জন জোয়াদ্দার বহরপুর ইউনিয়নের কালিপদ সোম ও ছকিনা বেগম সোনাপুর ইউনিয়নের আমিনুল হক।
সম্মাননা প্রদান কালে ওসি তারিকুজ্জামান বলেন বাংলাদেশর স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শতবর্ষ ব্যক্তিদের হাতে সম্মাননা প্রদান করতে পেরে আমি গর্বিত। সম্মাননা প্রদান শেষ শতবর্ষী ঐ ব্যাক্তিদের প্রত্যেক ব্যক্তিকে ৮ কেজি করে ফল উপহার দেয়া হয়।