মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে নতুন প্রজন্মের ছাতছাত্রীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পড়তে হবে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এর আওতায় মাগুরা জেলা তথ্য অফিস আয়োজিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদের উদ্ভুদ্ধকরণের লক্ষে স্থানীয় আছাদুজ্জামান অডিটরিয়ামে বুধবার দুপুরে এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি অনুষ্ঠানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর প্রধান অতিথির ভাষনে একথা বলেন।
মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রেসক্লাব সম্পাদক শামীম খান, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, তথ্য কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃতি করে অনেকে মনগড়া ইতিহাস রচনা করে মানুষকে এবং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সঠিক ইতিহাস জানতে বেশী দুরে যেতে হবেনা। তিনি সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়ার জন্য নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের আহবান জানান। অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।