” মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই শ্লোগানকে সামনে রেখে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে যথায্যেগ্য মর্যদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকাল ১১ টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী’র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (আর এম,ও) ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, টি.এল.সি.এ আব্দুল মোতালেব, সৈয়দ আফজল হোসেন, ব্র্যাকের টি.এ ল্যাব আব্দুল মোতালেব, পি.ও.টি তাজিরা বেগম ও এফ.ও.টি.বি উম্মে কুলসুম প্রমুখ।
বিরামপুর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী বলেন, ” মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই লক্ষ্য বাস্তবায়নে আমি ও আমরা অধীনস্থ সকলে যথাযথ ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি।