স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে মাগুরায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১১ টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ মাগুরা শাখা এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন । এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলামসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের ৩শ’ শিক্ষার্থী অংশ নেয় ।