ঝিনাইদহ শহরতলীর লাউদিয়া বিআরটিসি ট্রেনিং সেন্টার মাঠ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী তাবলীগ-জামাতের ঝিনাইদহ জেলা এস্তেমা দুপুর থেকে শুরু হয়েছে। এস্তেমার বয়ান শুনতে দূর-দুরান্ত থেকে মুসল্লিবৃন্দ আসতে শুরু করেছে।
শনিবার আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে বলে এস্তেমা সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে ঢাকা কাকরাইলের মুরব্বি সহ বিভিন্ন এলাকা থেকে মেহমানবৃন্দ এসে পৌছায়েছেন।