সারা দেশের ন্যায় একযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে পাকিস্তনি হানাদার বাহিনী যে কায়দায় ১৯৭১ সালে ২৫শে মার্চ বাঙ্গালীদের উপর বিশেষ করে ধর্মীয় সংস্যালঘুদের চিশ্চিহ্নকরণের যে সূদরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে একই কায়দায় দেশীয় সাম্প্রদায়িক শক্তি ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন স্থান তথা ভোলা, বরিশাল, রংপুর, দিনাজপুর,পাবনা, যশোর, কুমিল্লার মুরাদনগর,এবং সর্ব শেষ সুনামগঞ্জের শাল্লায় নানা অজুহাতে হিদু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ মিছিল ,মানববন্ধন ও উপজেলা কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অবঃ অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টপাধ্যায়ের, সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডল, বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অমরেশ চন্দ্র রায়, ব্রাক্ষণ সম্প্রদায়ের সভাপতি তাপশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সুবোধ মৈত্র প্রমূখ। এসময় জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।