ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার স্বাধীনতার ৫০বছর সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ৮০ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি ও সাইকেল বিতরণ করা হয়েছে।
এছাড়াও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া পাঁচটি পরিবারকে একই তহবিল থেকে দেয়া হচ্ছে পাকাঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এ সব উপকরণ ও উপবৃত্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি বিমল রবিদাস, সাধারণ সম্পাদক রঞ্জিত রবিদাস, গৌরীপুর রবিদাস উন্নয়ন ফোরামের সভাপতি বাবুল রবিদাস, ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি গৌরাঙ্গ ক্ষত্রিয় প্রমুখ।