সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জের সাল্লার নোয়াগাও গ্রামে হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদ, ও পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক রেজাউল আলম রেজা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নদী বাঁচাও আন্দোলনের নেতা সাদেকুল ইসলাম দুলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি দীপক কুমার বাবলু, যুব ঐক্য পরিষদ উপজেলা সভাপতি পিন্টু কুমার সরকার, সাধারণ সম্পাদক উদয় নারায়ণ, আ’লীগ নেতা মাসুদ-উল ইসলাম চঞ্চল, পরেশ মন্ডল, কনক কান্তি সরকার, বিজয়জিত মোহন্ত, উত্তম ভট্টাচার্য, কমল কান্তি সরকার বাপ্পী, সুরজিত সরকার রাঙ্গা প্রমূখ।বক্তারা প্রকৃত দোষী ব্যক্তিদের আইনানুগ পন্থায় শাস্তির দাবি জানান।