ঝিনাইদহে তাবলীগ জামাতের এস্তেমার দ্বিতীয় দিন ছিল শুক্রবার। জুম্মার নামাজে শরীক হতে সকাল থেকেই শহর ও আশপাশের গ্রাম অঞ্চল থেকে মুসল্লিবৃন্দ আসতে শুরু করে। এলাকার মাঠ কানাই কানাই পূর্ণ হয়ে যায়। জুম্মার নামাজের পর তাবলীগ এর মুরব্বিগণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শনিবার আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে তাবলীগ-জামাতের কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে।