মাগুরা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুনসুর আহমেদ রবির জানাজা শুক্রবার দুপুর ২ টায় পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষের সসমাগম ঘটে।
জানাজা শেষে ব্যাপারীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মাগুরা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুনসুর আহমেদ রবি গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সে শ্বশুরবাড়ি শ্রীপুর উপজেলার কমলাপুর যাবার পথে জিকে আইডিয়াল কলেজের সামনে ইজি বাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক আহত হয়।
তাকে মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার শ্যালক সাইকেল চালাচ্ছিল । সে পিছনে ছিল। নিহত রবি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা তার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল,শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।