কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুমিল্লা-২ (হোমনা -তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী (সিআইপি) পক্ষে স্থানীয় আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, হোমনা পৌরসভা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনের পর সীমিত পরিসরে উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার ও স্কাউটদের অংশগ্রহনণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় । অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রুমন দে ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ ।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে মুক্তিযোদ্ধা ও মুুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রুমন দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ন কবির ও এরশাদ হোসেন মাস্টার প্রমুখ।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।