“বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” উদযাপন অনুষ্ঠান উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দুদিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার দুপুরে একটি আলোচনা সভা ও র্যালী করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শনিবার থেকে দুদিন ব্যাপি এ উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামস, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম-সাধারন সম্পাদক এইচএম শহিদুল ইসলামসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দুদিন ব্যাপী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরির্দশন করা হয়।