তাবলীগ জামাত ঝিনাইদহ জেলা শাখার ৩ দিন ব্যাপি এস্তেমা মোনাজাতের মধ্যে দিয়ে শনিবার দুপুর ১২ টায় শেষ হয়েছে। জামাতে ঝিনাইদহ জেলার ৬ উপজেলার জামাতে অনুসারীগণ অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নেন কাকরাইল থেকে আগত ও বিভিন্ন জেলা থেকে আগত মুরব্বিগণ।
বিআরটিসি ট্রেনিং মাঠ প্রাঙ্গনে এস্তেমায় আখেরাত, দিন, ইমান-আমল সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। শহর ও পাশ্ববর্তী অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ দেশের উন্নয়ন, সমৃদ্ধি, করোনা থেকে মুক্তি জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। জেলা আমিরের দায়িত্ব পালন করেন ডাঃ আব্দুর রউফ।