পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের (৬৫) জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া গ্রামে ওই জানাযা হয়।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন উপজেলার খালাশপীর হাট থেকে একটি ছাগল ক্রয় করে অটো ভ্যানযোগে পীরগঞ্জ সদরস্থ প্রজাপাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বাহাদুরপুর নামকস্থানে পীরগঞ্জ মেরিন একাডেমির কাছে বিকেল পৌনে ৫ টার দিকে তার দ্রুতগামী ভ্যানটির এক্সেলেটর ভেঙ্গে গেলে তিনি ছিটকে পড়ে বুকে ও মাথায় আঘাত পান বলে তার বড় ছেলে বিকাশ মিয়া জানান।
আহত অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গতকাল তার নামাজে জানাযা শেষে প্রজাপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।