বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে মাগুরায় দুইদিন ব্যাপি উদযাপন অনুষ্ঠান ও উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে।
শনিবার এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপি উদযাপন অনুষ্ঠান ও উন্নয়ন মেলার উদ্বোধন করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।