জাতির পিতা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জীবন্ত স্বাক্ষী। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি।
তাদেরকে সম্মান জানিয়ে আমরা সম্মানিত বোধ করছি।’ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশ্বের কয়েকটি দেশের রাষ্ট্র প্রধান বাংলাদেশে এসেছেন।
তারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে প্রশংসা করে বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়াম হলের ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজার সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আমিন হাসদা, আফজাল হোসেন ও বকুল মিয়া মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন। স্পীকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পীরগঞ্জ উপজেলাবাসীর আয়োজনে ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, স্পীকারের প্রতিনিধি রাকিবুল ইসলাম নয়ন, পুলিশ পরিদর্শক (ওসি) সরেস চন্দ্র উপস্থিত উপজেলার ৭০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানটি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম সঞ্চালনা করেন।