সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ মার্চ শনিবার সকাল ১০টার পরপরই তাঁকে বহনকারী হেলিকপ্টারটি শ্যামনগরের ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছানোর পর ১০ টা ১০ মিনিটের তিনি সরাসরি চলে যান যশোরেশ্বরী কালী মন্দিরে।
সেখানে পৌঁছানোর পর শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। মন্দির প্রাঙ্গনে নরেন্দ্র মদিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান শ্যামনগরের সন্তান নাট্য ব্যক্তিত্ব জয়ন্ত চট্রোপাধ্যায়। পরে ১০টা ১৫ মিনিটে তিনি যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দেন এবং মন্দির প্রদক্ষিণ করেন। বেলা ১০টা ১৫ থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত তিনি মন্দিরের ভিতরে অবস্থান করে পূজায় অংশ গ্রহণ করেন।
মন্দির থেকে বেরিয়ে তিনি আশে পাশে অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁর সফর সঙ্গী ভারতীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। পরে ১০ টা ৪০ মিনিটের দিকে তিনি যশোরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গন ত্যাগ করে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান।