রাজশাহীর গোদাগাড়ীতে এনজিও নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল হাই(৪০) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার সকাল ১০ টার দিকে উপজেলার বিজয়নগর এলাকায় এক এনজিও নারী কর্মী(২৫)এর পথ গতিরোধ করে য়ৌন হয়রানি করছিল আব্দুল হাই। এসময় স্থানীয় জনতা আব্দুল হাইকে আটক করে ভ্রাম্যমান আদালতে দেয়। এরপর আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান আবদুল হাইকে।
কারাদন্ডপ্রাপ্ত আব্দুল হাই উপজেলার বিজয়নগরের মৃত দাউদ হোসেনের ছেলে। এনজিও নারীকর্মী জানান যাওয়া আসার পথে প্রায় সময় তাকে অশ্লীল কথা বলে যৌন হয়রানি করে আসছিল। গোদাগাড়ী মডেল অফিসার ইনচার্জ(ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বরেন, কারাদন্ড প্রাপ্ত আব্দুল হাইকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।