মাগুরায় মুক্তা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাচ গ্রামে । নিহত গৃহবধূ সদরের শত্রুজিৎপুর ইউনিয়নের ফাজিলা গ্রামের মানিক মিয়ার মেয়ে ।
মুক্তার বাবা মানিক মিয়া জানান, ৫ বছর আগে সদরের চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাচ গ্রামের নায়েব খা’র ছেলে নাসির খা’র সাথে তার মেয়ে মুক্তার বিয়ে হয় । বিয়ের এক বছর পর থেকে নাসির মেয়ের উপর যৌতুকের দাবী করে নানা ধরনের অত্যাচার-নির্যাতন করে আসছিল । এর প্রেক্ষিতে তাকে ৩ লক্ষ টাকা য়ো হয় । তারপরও সে মুক্তার সাথে খারাপ আচরণ করতে থাকে ।
কিছুদিন পর তারা জানতে পারে নাসিরের বড় ভাইয়ের স্ত্রী খুরশিদা’র সাথে তার পরকিয়া রয়েছে । নাসিরের কাছে বিষয়টি জানতে চাইলে সে অস্বীকার করে । মুক্তা বিষয়টি জানতে পারলে নাসিরের সাথে তার প্রায়ই ঝগড়া হতো । এর এক পর্যায়ে নাসির ও তার ভাইয়ের স্ত্রী খুরশিদা রবিবার মুক্তাকে গলা টিপে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে । পরে আতœহত্যা করেছে বলে এলাকাবাসীকে জানান ।
বিষয়টি নাসিরের পরিবার কাউকে না জানিয়ে দ্রুত সদর হাসপাতালে লাশ রেখে পালায় । আমরা ঐ এলাকার প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত হাসপাতালে যেয়ে পুলিশকে খবর দেয় । নিহতের পরিবারের দাবী মুক্তাকে পূর্ব পরিকল্পনার মধ্যিমে নাসির ও তার ভাইয়ের স্ত্রী খুরশিদা হত্যা করেছে । তারা এ হত্যার বিচার দাবী করেছে । মামলার প্রস্তুতি চলছে ।
মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান বিষয়টি তারা অবগত হয়েছ্,ে ইতিমধ্যে মাগুরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদিসহ সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।