মাগুরার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ কুন্ডু মহোদয়, চেয়ারম্যান, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ, মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আবু নাসির বাবলু,চেয়ারম্যান, মাগুরা সদর উপজেলা। আশরাফুল আলম বাবুল ফকির, সদস্য, কার্যনির্বাহী কমিটি, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুল হাসান রাজিব, চেয়ারম্যান, গোপালগ্রাম ইউনিয়ন। সার্বিক সহযোগিতায় ছিল আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার, মাগুরা।