হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে সকাল সন্ধ্যা সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম থেকে সাইনবোর্ড পযর্ন্ত প্রায় ৪’কিলো মিটার সড়কে হেফাজতে ইসলামের নেতা মর্কীদের সাথে দফায় দফায় সংঘর্ষে প্রায় শতাদিক যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, পুলিশ, র্যার ও বিজিবির শুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ, পুলিশসহ আহত প্রায় অর্ধশতাধিক। চরম ভোগান্তিতে পরেছে জনগন। রোবার সকাল ৬’টা থেকে সন্ধ্যা পযর্ন্ত এ ঘটনা ঘটে।