সৈয়দপুরে সমাজের জ্যৈষ্ঠ নাগরিক ও করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌরশাখার সভাপতি মোহসীন মন্ডল মিঠু। গত শনিবার রাতে শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন স্মৃতিসৌধ চত্ত্বরে ওই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্যে পৌর স্বেচ্ছাসেবক লীগের শেষ দিনের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী এ কে এম রাশিদুজ্জামান রাশেদ প্রমূখ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠুর সভাপতিত্বে সমাজের ৫০ জন জ্যৈষ্ঠ নাগরিক এবং করোনা যোদ্ধা হিসেবে সময় সংবাদের সাকির হোসেন বাদল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জসিম উদ্দিন, প্রথম আলো’র এম আর আলম ঝন্টু ও কালেরকন্ঠ পত্রিকার তোফাজ্জল হোসেন লুতুও সাংবাদিক জহুরুল ইসলাম খোকন কে সম্মাননা প্রদান করা হয়।