মেক্সিকোতে করোনায় মৃত্যের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। তথ্য সংশোধন করে এ সংখ্যা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যা আগের সংখ্যার চেয়ে ৬০ শতাংশ বেশি। ফলে বিশ্বে করোনায় মৃত্যুর দিক দিয়ে ব্রাজিলকে ছাড়িয়ে এখন মেক্সিকোর অবস্থান এখন দ্বিতীয়। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
একদিন আগেও মেক্সিকোর মোট প্রাণহানি ছিল ২ লাখ ১ হাজারের বেশি। করোনা মহামারির সময় ব্যাপকহারে মৃত্যুর রেকর্ড এবং ডেথ সার্টিফিকেটের পর্যালোচনা করে নতুন এ তথ্য প্রকাশ করা হয়েছে। করোনা মোকাবিলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ।
বিরোধী দলগুলো প্রেসিডেন্টের বিরুদ্ধে মহামারি পরিস্থিতির ভয়াবহতা কমিয়ে দেখানোর অভিযোগ করে আসছে। এছাড়া টিকাদানে বিলম্বের অভিযোগও আছে। এদিকে মেক্সিকোর সরকারি প্রতিবেদনে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছিলেন দেশটির বিশেষজ্ঞেরা। এরই মধ্যে এই সংশোধিত প্রতিবেদন প্রকাশ করলো মেক্সিকো সরকার।