নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে হওয়া বিক্ষোভ কর্মসূচি ও হেফাজতের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় ঢাকায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে অন্তত দেড় হাজার জনকে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩০ জন।
পুলিশ জানায়, ২৫ মার্চ রাজধানীর মতিঝিলে ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অনুমতিছাড়াই মিছিল বের করে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা দেয়ার অভিযোগে মতিঝিল থানায় ৫১ জনকে আসামি করে মামলা করাহয়।
এই মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শুক্রবার বাইতুল মোকাররম এলাকায় হেফাজতের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫ থেকে ৬ শ জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় আরেকটি মামলা করেছে পুলিশ।
এদিকে হেফাজতের হরতালে যাত্রাবাড়ি এলাকায় সহিংসতার ঘটনায় দুটি মামলায় অজ্ঞাত প্রায় ১ হাজার জনকে আসামি করা হয়েছে। এছাড়া শাহবাগ থানায় পুলিশ বাদি হয়ে আরো একটি মামলা করা হয়েছে।