দিনাজপুর জেলার বিরামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবুধকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৪০) নামে এক জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান মনির ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ৬মাস আগে ইউক্লিকটারের বাগানে ছাগল ছড়াইতে গেলে ঐ গৃহবধূকে পূর্ব থেকে বাগানে ওঁৎ পেতে থাকা সিরাজুল ইসলাম গৃহবুধকে বাগানে জোর পূর্বক ধর্ষণ করেন।
তিনি আরো জানান, ধর্ষণের পর থেকেই ঐ ধর্ষক মহিলাকে সে ভয়ভীতি দেখিয়ে আসছে এমনকি বিয়ে করবে মর্মেও এতদিন চুপ করে রাখেন। এ ঘটনায় সোমবার (২৯মার্চ) ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থানা পুলিশ তড়িৎ গতিতে অভিযান চালিয়ে সোমবার (২৯ মার্চ) তাঁর নিজ বাড়ী উপজেলার পলিখিয়ারপুর মাহমুদপুর নাকম গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটকৃত ধর্ষক দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের মোঃ সাঈদ মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪০)। মঙ্গলবার (৩০ মার্র্চ) আসামীকে কোর্টের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।