বাংলাদেশের কৃষি ক্ষেত্রে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষিসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি খাতে নতুন নতুন জ্ঞান অর্জন, কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনে উৎসাহিত করার উদ্দেশ্যে আরটিভি এ বছর ৮জন ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানকে প্রদান করা হবে “আরটিভি কৃষি পদক ২০২১”।
এখানে উল্লেখ্য, সেরা কৃষি উদ্ভাবন, সেরা কৃষক, সেরা কৃষাণী, সেরা খামারি (গরু, ছাগল, মহিষ), সেরা খামারি (পোলট্রি), সেরা খামারি (মৎস্য), সেরা উদ্যানচাষি, সেরা কৃষি উদ্যোক্তা (ব্যক্তি), সেরা কৃষি উদ্যোগ (প্রতিষ্ঠান) নির্ধারিত বিষয়ের উপর যেসকল কৃষক ও প্রতিষ্ঠান কৃষি অর্থনীতিতে দৃষ্টান্তমূলক অবদান রাখছেন তাঁদের হাতে তুলে দেয়া হবে এ পদক।
এছাড়া কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেয়া হবে আজীবন সম্মাননা। যার ফলে তাঁদের উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পাবে। দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে।
ধারণকৃত পুরো আয়োজনটি আরটিভিতে সম্প্রচার করা হবে ০১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার বিকাল ৫টায়। সাঈদ হাসান এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আনিসুর রহমান মিলন ও শান্তা জাহান। স্বাস্থ্যবিধি রক্ষা করেই হবে পুরো আয়োজন।