আঞ্জুমান মুফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক দারিদ্র বি-মোচন প্রকল্পে চলমান কর্মসূচীর আওতায় দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান বুধবার দুপুর ২ টায় অধ্যক্ষ আমিনুর রহমান টুকু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম শাহীন। বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাইদুল আলম, মীর নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মাসুম, আহসান হাবিব রনক, সাজেদুর রহমান ফেটু, মোহম্মদ আলী, মুকুল প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের অধীন শিশুদের কোরআন শিক্ষা অনুষ্ঠানেও জেলা প্রশাসক অংশ গ্রহণ করেন।