সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম নামে এক প্রার্থী। তিনি হলেন-উপজেলা ১২নং যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী ছিলেন।
কিন্তু ওই ওয়ার্ডে তিনি ছাড়া আর কোন প্রার্থী না থাকায় উপজেলা নির্বাচন অফিস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে এক পত্রে জানিয়েছেন।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ^াস জানান-ওই যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তিনি এক মাত্র প্রার্থী ছিলেন। যে কারণে উপজেলা নির্বাচন অফিস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন বলে প্রাথমিক ভাবে ঘোষণা করেছে।