ক্ষতিগ্রস্থ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প এর আওতায় খুলনা সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের রথখোলা মেইন রোড উন্নয়ন কাজের উদ্বোধন।
৩১ মার্চ বুধবার সকাল ১১টার সময় খালিশপুর বিআইডিসি সড়ক সংলগ্ন খুলনা পলিটেকনিক কলেজ মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথখোলা মেইন রোড উন্নয়ন কাজের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা মোঃ শফিউল¬াহ, মোঃ আসলাম আলী শেখ, জামাল হোসেন, যুবলীগ নেতা বিপ¬ব ধর তত্বী, মোঃ জনি মিয়া, রিয়াজ উদ্দিন ভূইয়া প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন ও উপসহকারী প্রকৌশলী মোঃ সোহেল শরীফ।