পবিত্র শবেবরাত ও দোলযাত্রা উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
আজ বুধবার বেলা ১২ টা থেকে হিলি চেকপোষ্ট দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।
হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র শবেবরাত ও দোলযাত্রা উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুইদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও আমদানি-রফতানি বানিজ্য শুরু হয়েছে।