বাগেরহাটের শরণখোলায় ৬ষ্ঠ শ্রেণির এক হিন্দু ছাত্রীকে ধর্ষণ মামলায় সবুজ শেখ (১৫) নামের এক মাদারাসা ছাত্র্রকে আটক করেছে পুলিশ।বুধবার (৩১ মার্চ) দুপুরে শরণখোলা উপজেলার বগী গ্রামে অভিযান চালিয়ে সবুজকে আটক করে পুলিশ । এর আগে সকালে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে সবুজ শেখসহ অজ্ঞাত আরো দুই জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
আটক সবুজ শেখ শরণখোলা উপজেলার বগী গ্রামের লিটন শেখের ছেলে এবং স্থানীয় সুন্দরবন বগী ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেনীর ছাত্র।
মামলা সূত্রে জানাযায়, ধর্ষণের শিকার ওই ছাত্র মামা বাড়িতে থেকে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করত।সবুজ শেখ বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্তক্ত করত। মঙ্গলবার (৩০ মার্চ)রাত ৮টার দিকে মামা বাড়ি থেকে থেকে নানা বাড়ি ফেরার সময় সবুজ শেখ ও তার তিন বন্ধু মিলে জোরপূর্বক পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে তার মামি ঘর থেকে বেড়িয়ে এলে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, বুধবার সকালে ধর্ষণের শিকার মেয়েটির মামার মামলায় আমরা প্রধান আসামী সবুজ শেখকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে।অন্য আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষনের শিকার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।