নওগাঁর মান্দায় ২১ বোতল ফেনসিডিলসহ আবুল কালাম আজাদ ওরফে ময়না (৪৩) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার বিকেল ৫টায় উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারের চৌরাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ময়না উপজেলার বড়পই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক মহুরীর ছেলে বলে জানা গেছে।
মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে থানার সহকারি উপপরিদর্শক আবদুল মালেক সঙ্গীয় ফোর্সসহ বৈদ্যপুর বাজার এলাকায় বুধবার বিকেলে ওঁত পেতে ছিল। বিকেল ৫টার সময়ে ওই পথে ফেনসিডিল বহনের সময় ময়নাকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, আটক মাদক ব্যবসায়ি ময়নার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।