পিছিয়ে পড়েও রোনালদো-জোতার নৈপুণ্যে লুক্সেমবার্গকে হারালো পর্তুগাল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে পর্তুগিজরা।
লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে খেলার ৩০ মিনিটে রদ্রিগেজের গোলে লিড নেয় স্বাগিতকারা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লুক্সেমবার্গ।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ডিওগো জোতার গোলে সমতায় ফেরে পর্তুগাল। ৫০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর নিশানা বাজিতে এগিয়ে যায় ফের্নান্দো সান্তোসের দল।
আর ৮০ মিনিটে পালিনিয়া আরও এক গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। বিশ্বকাপ বাছাইপর্বে এটা পর্তুগালের দ্বিতীয় জয়।
এদিকে অপর ম্যাচে বিশাল জয় পেয়েছে বেলজিয়াম। ফিফা র্যাংকিংয়ের এক নম্বর দলটা ৮ গোলে ভাসিয়েছে বেলারুশকে।