রাজশাহীর তানোরে পাকা রাস্তা পূর্ণ সংস্করণ কাজের জন্য ঠিকাদারের কাছে তথ্য চাইলে স্থানীয় সাংবাদিক সারোয়ার হোসেনের ক্যামেরা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পহেলা এপ্রিল বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার কলমা ইউপি এলাকার কুজিশহর আজিজপুর রাস্তায় মাঝে নুনাপুকুর নামক ফুটবল মাঠে ঘটে এমন ন্যাক্কার জনক ঘটনা।
শুধু ক্যামেরা ছিনতাই করেই ক্ষান্ত হন নি ঠিকাদার মুকছেদ লাঞ্চিত পর্যন্ত করা হয়েছে বলেও ফেসবুক লাইভে দেখা যায়। সারোয়ার হোসেন তানোর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। এঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে সেই সাথে ঠিকাদারকে আইনের আওতায় না আনলে আন্দোলনেরও হুমকি উঠেছে।
জানা গেছে, বিগত দুই বছর আগে উপজেলার কলমা ইউপির আজিজপুর থেকে কুজিশহর পর্যন্ত ৩ কিঃমিঃ রাস্তা সাংস্কারের কাজ পাই রাজশাহীর রুদ্র নামেক ঠিকাদারি প্রতিষ্ঠান। তাঁর নিকট থেকে অগ্রিম ১৬ থেকে ১৭% লাভ দিয়ে কিনে করছেন শহরের মুকছেদ নামের ঠিকাদার। ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা বলেও জানান ঠিকাদার। কাজটি বাস্তবায়ন করছেন এলজিইডি।
স্থানীয়রা জানান, প্রথম থেকেই রাস্তার কাজ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় এবং সব কিছুই নিম্মমানের। কারন কিনে করলে নিম্মমানের হতেই হবে বলেও একাধিক স্থানীয় ঠিকাদারেরা নিশ্চিত করেন।
সারোয়ার জানান, এলাকার একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রাস্তার কাজ দেখতে গিয়ে সত্যতা পাওয়ায় যায়। ডাবলু বিএম করার পর একাধিক জায়গা নষ্ট হয়ে পড়েছে। বৃহস্পতিবারে চলছিল পিচ ঢালায়ের কাজ। নাম মাত্র পিচ এবং নিম্মমানের বিটুমিন দিয়ে রোলার করা হচ্ছে।
উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলা হলে তিনি সরাসরি ঠিকাদারের সাথে যোগাযোগ করতে বলে ফোনের লাইন বি”িছন্ন করে দেন। ফলে প্রকৌশলীর কথা মত ঠিকাদার মুকছেদ আলীর সাথে রাস্তা পাকা করন কাজের তথ্য চেয়ে ক্যামেরা ধরা হলে তিনি কোন কথা ছাড়াই ক্যামেরা ও ফোন দৌড়ে এসে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে পাক মারেন।
সেই সাথে বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙ্গে ফেলে রাস্তায় ফেলে রাখার হুমকি দেন।
থানার ওসিকে অবহিত করা হলে তিনি জানান এটা উপজেলা প্রশাসনের আয়ত্তে।তিনি নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করার পরামর্ষ দেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথকে অবহিত করলে ঘটনার বিষয়ে ব্যব¯’া গ্রহণ করা হবে বলে জানান তিনি।