নওগাঁর পোরশায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সুত্রইল মাঠে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ গম চাষী মজিবর রহমান।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় গম বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আক্তারুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই ও সামিরুল ইসলাম। উক্ত মাঠ দিবসে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধীক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।