দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরন করেছে হিলি স্থল শুল্কস্টেশন কর্তপক্ষ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনারের কার্যালয়ে হিলি কাস্টমসের উদ্যোগে উপকমিশনার সাইদুল আলম সাংবাদিকদের হাতে এসব মাস্ক তুলে দেন। পর্যায়ক্রমে বন্দরে কর্মরত সকল শ্রমিক, সিআ্যন্ডএফ এজেন্ট, ভারতীয় কাস্টমস, বিজিবি ও বিএসএফসহ সর্বমোট ১হাজার জনকে এসব মাস্ক বিতরন করা হবে বলে জানিয়েছে কাস্টমস।
এসময় সেখানে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সহসভাপতি রবিউল ইসলাম, মাসুদুল হক রুবেল, হালিম আল রাজী, মুরাদ ইমাম কবির, সাজ্জাদ হোসেনসহ বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।