হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচি ও যেকোন ধরণের নাশকতা ঠেকাতে গাজীপুরের কালিয়াকৈরে মাঠে নেমেছে পুলিশ ও আওয়ামীলীগ।
শুক্রবার সকাল থেকে পুলিশ ও উপজেলা আওয়ামীলীগের নেতা-কমীরা বিভিন্ন পয়েন্টে সর্তক অবস্থান নেয়।এলাকাবাসী, পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে কেন্দ্রীয় নির্দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হেফাজতের নেতাকর্মীরা।
ওই বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার মৌচাক মোড়, সফিপুর বাজার, পল্লীবিদুৎ স্টেশন, চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর বাজারের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান করে।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ ও নাশকতা ঠেকাতে মাঠে অবস্থান নেয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, কালিয়াকৈরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত শুক্রবার বায়তুল মোকাররমে হেফাজতে নেতাকর্মীদের পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বায়তুল মোকাররম এলাকা মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠে। ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় রণক্ষেত্র হয় বায়তুল মোকাররম এলাকা।