কুড়িগ্রামের চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম লিচু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গয়ছল হক মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ২৮ মার্চ রাত ১০টার দিকে আমিনুল ইসলামের নেতৃত্বে একদল হেফাজতী দলীয় কার্যালয় ভাংচুর করে। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করা হয়।
এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২শ জনের নামে চিলমারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বাদি হয়ে চিলমারী থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরের দিন মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সংবাদ সম্মেলনে দ্রুত আসামীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।