জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী সোনালী ব্যাংকের নওগাঁর বদলগাছি শাখার শাখা ব্যবস্থাপক আব্দুস সালাম (৪৭) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে সিয়াম (১৩) গুরুত্বর আহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার জয়পুরহাট-নওগাঁ সড়কের তেতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জাহান।
নিহত আব্দুস সালাম জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি সোনালী ব্যাংক নওগাঁর বদলগাছি শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। নিহত সালাম জয়পুরহাট ডিগ্রি কলেজ এলাকার বাসিন্দা।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জয়পুরহাটের বাসা থেকে আব্দুস সালাম ছেলে আবু সিয়াম কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বিয়ের দাওয়াত খেতে বদলগাছি উপজেলার মথুরাপুর গ্রামে যাচ্ছিলেন। আবু সালাম মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ছেলে সিয়াম পিছনে বসে ছিলেন। সকাল সাড়ে দশটায় তাঁরা জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী নামক স্থানে পৌঁছালে পিছনে থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়।
এতে বাবা- ছেলে দুজনেই মোটরসাইকেল ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই সালাম মারা যান । আর ছেলে সিয়াম আহত হন। সিয়ামকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারি পলাতক রয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, নিহত ব্যাংক কর্মকর্তা আবু সালামের লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।