বগুড়ায় একই এলাকার দুই পক্ষের মানুষের মাঝে ধাক্কাধাক্কির সময় অসুস্থ্ হয়ে মাজেম মৃধা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বগুড়া সদরের ২০ নং ওয়ার্ডের বুজরুবাড়িয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, বগুড়ার সদরের ২০ নং ওয়ার্ডের বুজরুকবাড়িয়া গ্রামের মাজেম মৃধার তিন ছেলে সমিতির নামে সুদের ব্যবসা করতো।
শুক্রবার একই এলাকার প্রতিবেশীরা পাওনা টাকা চাইতে আসলে মাজেম মৃধার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরেু হয়। এসময় তিনি অসুস্থ্ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয় নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।