নওগাঁর মান্দায় মেজবাউর রহমান সোহাগ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে নিজ বাড়ির বারান্দার থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহাগ উপজেলার পরানপুর উত্তরপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, সোহাগের মা মাহফুজা বেগম প্রায় দুই বছর আগে গৃহকর্মির কাজ নিয়ে সৌদি আরব যান। এনিয়ে আশপাশের লোকজন বিভিন্ন সময় বাজে মন্তব্য করে আসছিলেন। এসব লোকজনের অশালীন ও কটু কথায় সোহাগ মেজাজ হারিয়ে ভারসাম্যহীন হয়ে যান। তবে ঘটনার সত্যতা খতিয়ে দেখা প্রয়োজন।
নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তারা এক সাথে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘুম ভাঙার পর স্বামী সোহাগকে বিছানায় না পেয়ে দরজা খুলে বাইরে যান। দেখেন বারান্দার পাড়ের সাথে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে সোহাগ।
মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ঘটনার সত্যতা জানা যাবে।এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।