দিনাজপুরের নবাবগঞ্জে লাল তীর সীড লিমিটেডের উদ্যোগে কৃষকদের কে নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণজীবনপুর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে ইউপি সদস্য শাহ আলমের সভাপতিত্বে লাল তীর সীড লিমিটেডের বিরামপুর টেরিটরি ম্যানেজার মো. আইয়ুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মেহেদি হাসান।
মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন লাল তীর লাইভস্টক (কৃত্রিম প্রজনন) মো. হাবিবুর রহমান, ডিলার মো. কামরুজ্জামান, সফল কৃষক মো. জাহাঙ্গীর আলম।
কৃষক জাহাঙ্গীর আলম জানান, তিনি ২২ শতাংশ জমিতে লাল তীর কোম্পানীর পেঁয়াজ লাল তীর কিং চাষ করেছিলেন। প্রতি শতাংশে ফলন পেয়েছেন ১০০ থেকে ১১০ কেজি। তিনি ইতিপূর্বে কোন পেঁয়াজ বীজে এতো ফলন পাননি। লাল তীর কিং পেঁয়াজ চাষ করে তিনি ব্যপক লাভবান হয়েছেন। প্রায় ১০০ জন কৃষকের উপস্থিতিতে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।