বান্দরবানে বেসরকারী সংস্থা তহ্জিংডং এর আয়োজনে পিটিআইবি – ইউএনডিপির সহযোগিতায় পিস্ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলার স্টেডিয়ামে বালিকা দলের রাজবিলা উচ্চ বিদ্যালয় বনাম রেখ্যাইং কিশোরী ক্লাব ও বালক দলের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় বনাম ডনবস্কো উচ্চ বিদ্যালয় অংশ নেয়। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন দর্শকরা।
খেলায় বালিকাদের রেখ্যাইং কিশোরি ক্লাব ২-০ গোলে রাজবিলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালকদের খেলায় ডনবস্কো উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বালক – বালিকা খেলোয়াড়দের মাঝে মেডেল, রানার্স আপ ও চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেয়া হয়।
এ সময় তহ্জিংডং সংস্থার নির্বাহী পরিচালক চিসিংপ্রু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী।
এছাড়াও ইউএনডিপি কর্মকর্তা খুশিরায় ত্রিপুরা বিএনকেএস নির্বাহী পরিচালক হ্লাসিংনু, , লেলুং খুমী, সেলিম রেজা, উচনু মারমা সহ তহ্জিংডং সংস্থার কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।