দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে কলম সরেন-আলমা সরেন মাঠে জাহের থান উদ্বোধন ভুমি, প্রকৃতি ও সংস্কৃতি বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গত শুক্রবার বিকাল সাড়ে তিনটায় প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
বাহা উৎসব উদযাপন কমিটির আয়োজনে ও জাতীয় আদিবাসী পরিষদ, গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে), এএলআরডি, কিপিং ফাউন্ডেশন, ইউএনডিপি’র সহযোগিতায় প্রাণঘাতী করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৫ম বাহা উৎসবের আয়োজন করা হয়।বাহা উৎসবে উদ্বোধক ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত এর মধ্যে সব সময় সু সম্পর্ক বিদ্যমান। উদাহারণ স্বরুপ বলা যায়, কোন প্রকার সমস্যা ছাড়াই বাংলাদেশে-ভারত ছিটমহল সমস্যা সমাধান হয়েছে। এটি সম্ভব হয়েছে দুই দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক। ভারত-বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তার উদাহারন হচ্ছে ২০১৯ সালে ১৬ লাখ বাংলাদেশীকে ভিসা প্রদান করা হয়েছে। সকলকে প্রাণঘাতী করোনা থেকে সাবধান থাকতে সামাজিক দুরত্ব বজায় রেখে, মাস্ক পরিধানের আহবান জানান ভাট্টি। বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তার জন্য স্বাগত জানান তিনি।
বাহা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক ড. মাসুদুল হক, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাহা উৎসবের আহবায়ক বাসন্তী মুর্মু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন।